ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ইসরায়েলে আল জাজিরা ব্যুরো বন্ধের প্রচেষ্টা

২০২৩ অক্টোবর ১৫ ১৬:৪৬:২৫
ইসরায়েলে আল জাজিরা ব্যুরো বন্ধের প্রচেষ্টা

আল জাজিরা বন্ধ করার প্রস্তাবটি যাচাই করেছেন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা। পাশাপাশি আইন বিশেষজ্ঞদের মাধ্যমেও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী শ্লোমা কার্হি।

তবে এ বিষয়ে আল জাজিরা এবং দোহার সরকারের তাৎক্ষণিক কোনো মন্তব্য ছিল না। কার্হি ইসরায়েলের আর্মি রেডিওকে বলেছেন, ‘এটি এমন একটি স্টেশন যা উসকানি দেয়, এটি এমন একটি স্টেশন যা সমাবেশ এলাকায় (গাজার বাইরে) সৈন্যদের ছবি তোলে যা ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে উসকানমূলক এবং প্রচারণার মুখপত্র।’

তিনি আরও বলেছেন, ‘এটি অযৌক্তিক যে হামাসের মুখপাত্রের বার্তা এই স্টেশনের মাধ্যমে যায়। আমি আশা করি আমরা আজ এটি বন্ধ করব।’ পরবর্তী বিবৃতিটি মন্ত্রিসভা আলোচনা বা বন্ধের বাস্তবায়নের কথা উল্লেখ করেছে কিনা তা পরিষ্কার ছিল না।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর