ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সাকিবকে নিয়ে এখনও শঙ্কা

২০২৩ অক্টোবর ১৫ ১০:০৬:৪১
সাকিবকে নিয়ে এখনও শঙ্কা

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে গিয়ে বাম পায়ের পেশীতে অস্বস্তি বোধ করছিলেন সাকিব আল হাসান। সঙ্গে সঙ্গে মাঠে ফিজিওর সেবা নিতে দেখা যায় তাকে। তবে অস্বস্তির কারণে ম্যাচ শেষ হওয়ার আগেই হাসপাতালে ছুটে যেতে হয় সাকিবকে। সেখানে তাকে স্ক্যান করা হয়। রিপোর্টে বিস্তারিত কিছু জানানো না হলেও সাকিবকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের মেডিকেল টিম।

এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়জেদুল ইসলাম বলেছেন, ‘ব্যাটিং করার সময় বাঁ পায়ের পেশিতে অস্বস্তিবোধ করছিলেন এই খেলোয়াড় (সাকিব)। এরপর তিনি ফিল্ডিং করেছেন এবং নিজের ১০ ওভারের কোটা পূরণ করেছেন। ম্যাচের পর তার এমআরআই স্ক্যান করানো হয়েছে এবং আগামী ম্যাচের জন্য আমরা তার ফিটনেস পর্যবেক্ষণ করবো। আমরা তার প্রতিদিনের অগ্রগতি মূল্যায়ণ করবো এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারের পর বাংলাদেশ দল এখন পুনেতে। সেখানেই স্বাগতিক ভারতের বিপক্ষে আগামী ১৯ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে সাকিবের দল। বিশ্বকাপের শুরু থেকেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টপ ও মিডল অর্ডার ব্যাটারদের ব্যাটিং। সাকিব খেলতে না পারলে ব্যাটিং অর্ডার নিয়ে বড় ধাক্কা খাবে বাংলাদেশ।

এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে টুর্নামেন্টের মাঝ পথে দেশে ফিরতে হয়েছিল তাকে। এবার একই চোট তার বিশ্বকাপকে ঘিরে শঙ্কা তৈরি করেছে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর