ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মার্কিন বিমানবন্দরে হামলার হুমকি, যাতায়াত বন্ধ

২০২৩ অক্টোবর ১৪ ১১:৩১:০৮
মার্কিন বিমানবন্দরে হামলার হুমকি, যাতায়াত বন্ধ

সিএনএন জানিয়েছে, বিমানবন্দরের পার্ক করা এক ব্যক্তি দাবি করেন যে তার গাড়িতে বোমা রয়েছে। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বোম স্কোয়াড ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে। এ ছাড়াও যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে প্রকাশ্যে কথা বলার অনুমতি দেওয়া হয়নি।

ঘটনাটির পর বিমানবন্দরের মূল টার্মিনালের দুটি চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

পোস্টে বলা হয়েছে, ‘বিমানবন্দরের দিকে আসা যানবাহন চলাচল আপাতত বন্ধ রয়েছে। টার্মিনালের ভেতরে যারা আছেন তাদের নিজ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’

একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে এভিয়েশন রেডিও ফ্রিকোয়েন্সিতে বলতে শোনা গেছে যে, ‘বিমানবন্দরে জরুরি পরিস্থিতি রয়েছে তাই আমরা বিমান উড্ডয়ন বন্ধ করে দিয়েছি।’

বিমানবন্দরে লাইট রেল সার্ভিস এজেন্সিও জানিয়েছে যে তাদের ট্রেন বিমানবন্দরে প্রবেশ করছে না। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি বিমানবন্দর পুলিশ এজেন্সির মুখপাত্র।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর