ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আ.লীগ নেতাকর্মীদের লাঠি নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ

২০২৩ অক্টোবর ১৩ ০৯:৫৬:০২
আ.লীগ নেতাকর্মীদের লাঠি নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় শহরের মনিহার এলাকায় জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ নির্দেশনা দেন।

২০১৪ সালের নির্বাচনে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি, ২০১৮ সালে খেলেছি সেমিফাইনাল জানিয়ে শহিদুল ইসলাম বলেন, ২০২৪ সালে খেলব ফাইনাল। এমন খেলা খেলব জীবনে বিএনপি আর এই বাংলাদেশে কথা বলতে পারবে না।

তিনি বলেন, একটি বারের মতো এ দেশে আর রাজনীতি করতে পারবে না। বিএনপি ভয় দেখায় তারা ভোট করবে না। আওয়ামী লীগ তাদের কখনো ভোট করতে সাধে না। ভোটের দুয়ার খোলা।

তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীদের বলতে চাই— আপনারা আড়াই হাতের বাঁশের লাঠি তৈরি করবেন। বিএনপি-জামায়াত অবরোধ, হরতাল অগ্নিসন্ত্রাস করতে এলে আমি ও আওয়ামী লীগের লোকজন মিলে বাঁশের লাঠি দিয়ে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। আর যে সমস্ত নেতাকর্মী জীবিত থেকে যাবে; তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে।

এ সময় দলের ভেতরে কেউ যদি ষড়যন্ত্র করে তাদেরও লাঠিপেটা করে দল থেকে বের করে দেওয়ার হুশিয়ারি দেন তিনি।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর