ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ফ্লোর প্রাইস ভেঙ্গেছে সাত কোম্পানির শেয়ার

২০২৩ অক্টোবর ১২ ১৬:০২:০৯
ফ্লোর প্রাইস ভেঙ্গেছে সাত কোম্পানির শেয়ার

আজ শেয়ারবাজারে ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে সাত কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আল আরাফাহ ইসলামি ব্যাংক, বিডি থাই, ফার কেমিক্যাল, নর্দান জুট, অলিম্পিক এক্সেসোরিজ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স এবং সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটগুলোর মধ্যে আজ বিডি থাইয়ের শেয়ারদর বেড়েছে ২০ পয়সা বা ১.৫৬ শতাংশ। গতকাল ফ্লোর প্রাইসে অবস্থান কালে কোম্পানিটির শেয়ারদর ছিল ১২ টাকা ৮০ পয়সায়। আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ১৩ টাকায়।

অলিম্পিক এক্সেসোরিজের শেয়ারদর বেড়েছে ৪০ পয়সা বা ৪.০৪ শতাংশ। গতকাল ফ্লোর প্রাইসে অবস্থান কালে কোম্পানিটির শেয়ারদর ছিল ৯ টাকা ৯০ পয়সায়। আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ১০ টাকা ৩০ পয়সায়।

এছাড়াও আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন হতে দেখা গেছে আল আরাফাহ ইসলামি ব্যাংক,ফার কেমিক্যাল, নর্দার্ন জুট, প্রাইম লাইফ এবং সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ার। তবে দিন শেষে আবারও কোম্পানিগুলোর শেয়ারদর ফ্লোর প্রাইসে ফিরে এসেছে।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর