ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা ও ফরিদপুরে এ বছর বিভাগ হচ্ছে না

২০২২ নভেম্বর ২৭ ১৩:৩৩:৪৪
কুমিল্লা ও ফরিদপুরে এ বছর বিভাগ হচ্ছে না

রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব দুইটি চলতি বছরের জন্য স্থগিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার বৈঠক শেষে একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বিভাগ দুইটি করলে কমপক্ষে দুই হাজার কোটি টাকা প্রাথমিকভাবে দরকার। এছাড়াও আনুষঙ্গিক অনেক বিষয় জড়িত। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকার উন্নয়ন কাজের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাই নতুন বিভাগের কাজ আগামী অর্থবছর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৈঠকের সূত্র আরও জানায়, সব মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার আপাতত নতুন বিভাগের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে সরকার।

এসবি/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর