ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ৬ ডিসেম্বর

২০২২ নভেম্বর ২৭ ১৩:০৯:৩২
ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ৬ ডিসেম্বর

রোববার (২৭ নভেম্বর) আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছে।

এর আগে এই সম্মেলনের জন্য ৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে পরে তা প্রধানমন্ত্রীর নির্দেশে স্থগিত করা হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে জাপান সফরের যাওয়ার কথা ছিল, সেই সফর বাতিল হওয়ায় সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

সম্মেলনের তারিখ নির্ধাণের বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘সম্মেলনসহ বাংলাদেশ ছাত্রলীগের যেকোনো কর্মসূচিতে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। তাঁর দেশের বাইরে যাওয়ার শিডিউল পরিবর্তন হওয়ার কারণে আমাদের সম্মেলন এগিয়ে আনা হয়েছে। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সম্মেলন আয়োজন করতে আমরা কাজ করছি।

প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয়। ওই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতির দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সার্ধারণ সম্পাদকের দায়িত্ব পান গোলাম রাব্বানী। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

এসবি/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর