ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হারের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ

২০২৩ অক্টোবর ১১ ১০:৩৩:২৫
হারের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ

ম্যাচের শেষের দিকে শরিফুল ইসলাম, শেখ মেহেদী টেনে লাগাম টেনে ধরলেও ততক্ষণে ম্যাচ বেরিয়ে গেছে হাত থেকে। বিশাল লক্ষ্য তাড়ায় ব্যাটিং যেন আরও বিবর্ণ। মুশফিকুর রহিম ও লিটন দাস বাদে বাকি কেউই ভালো ব্যাটিং করতে পারেননি। ফলে বাংলাদেশকে ১৩৭ রানের হার দেখতে হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে।

এমন হারের পরও দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। গুনতে হয়েছে জরিমানা। নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় স্লো ওভার রেটের কারণে জরিমানা দিতে হচ্ছে সাকিবদের।

নিয়ম অনুযাযী, নির্দিষ্ট সময়ের মাঝে কোন দল যত ওভার কম বোলিং করবেন সেই দলকে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা গুনতে হবে।

বাংলাদেশ এক ওভার কম বোলিং করায় ক্রিকেটার ও স্টাফদের সবাইকে ৫ শতাংশ করে জরিমানা দিতে হচ্ছে। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা, পল উইলসন এবং থার্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোকের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে জরিমানা করেছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।

দলের অধিনায়ক সাকিব শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। দুই ম্যাচে এক জয় নিয়ে চেন্নাইয়ে খেলতে যাবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ড। যারা কিনা ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর