ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান ম্যাচে ১১ হাজার নিরাপত্তাকর্মী

২০২৩ অক্টোবর ১১ ১০:০০:১৭
ভারত-পাকিস্তান ম্যাচে ১১ হাজার নিরাপত্তাকর্মী

জানা গেছে, আহামেদাবাদ পুলিশ ছাড়াও স্টেডিয়াম প্রাঙ্গণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন ভারতের র‌্যাপিড অ্যাকশন ও ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের কমান্ডোরা। এ ছাড়া ৩টি হিট-টিম, অ্যান্টি ড্রোন টিম ও বোম্ব স্কোয়াডের সদস্যরাও থাকবেন মাঠে।

চলতি মৌসুমের বিশ্বকাপে ভারত-পাকিস্তানের এ ম্যাচের দিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামের টিকিটও শেষ অনেক আগেই।

আহমেদাবাদ পুলিশ কমিশনার জানিয়েছেন, একে তো হাইভোল্টেজ ম্যাচ, আবার পর দিন গুজরাটের সবচেয়ে বড় উৎসব নবরাত্রি পূজা। তাই নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।

আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএম মালিক বলেন, ‘গেল ২০ বছরে এমন কোনো হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী হয়নি গুজরাট। তাই কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তায় যেন কোনো কমতি না হয়, সে ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

এদিকে, যে সমর্থকদের জন্য এতকিছু, নানা জটিলতায় তাদের অনেকেই যেতে পারছে না ভারতে। এখনও ভিসা পায়নি পাকিস্তানের অনেক সমর্থক। তবে, দ্রুত এ সমস্যা সমাধানের জন্য আইসিসি ও বিসিসিআইয়ের শরণাপন্ন হয়েছেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর