ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

‘জাহান্নাম’ বলা বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা চান অ্যাটর্নি জেনারেল

২০২৩ অক্টোবর ১০ ২২:৫৫:১২
‘জাহান্নাম’ বলা বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা চান অ্যাটর্নি জেনারেল

একই সঙ্গে ওই বিচারপতি শপথ ভঙ্গ করেছেন মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন বলেন, বিচারপতির এই ধরনের মন্তব্য অসাংবিধানিক ও অসৌজন্যমূলক।

মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল ওই বিচারকের প্রতি প্রশ্ন রেখে বলেন, অনেক চক্রান্ত রয়েছে বিচার বিভাগ নিয়ে। তিনি (হাইকোর্টের বিচারক) কাকে লাভবান করার জন্য এ ধরনের মন্তব্য করেছেন।

আমিন উদ্দিন বলেন, বিভিন্ন অনলাইন পত্রিকার সংস্করণে একজন বিচারপতির মন্তব্য সম্বলিত প্রতিবেদনটি দেখতে পেলাম। একটি মামলার ফৌজদারি আপিল শুনানিকালে বিচারপতির এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ধরনের মন্তব্য করে ওই বিচারপতি সংবিধান বলে যে শপথ নিয়েছিলেন তা ভঙ্গ করেছেন। এই ধরনের মন্তব্য সম্পূর্ণ অসাংবিধানিক এবং অত্যন্ত গর্হিত। যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

তিনি বলেন, আমি আশা করি প্রধান বিচারপতি এই বিষয়ে ব্যবস্থা নেবেন। কারণ এই ধরনের মন্তব্য করলে দেশের মানুষের কাছে বিচার বিভাগ সম্পর্কে ভিন্ন ধারণা হতে পারে। যা আমাদের জন্য ক্ষতিকর।

অ্যাটর্নি জেনারেল বলেন, আমি দেখতে পাচ্ছি ইতোমধ্যে বিভিন্ন মানুষ বিচার বিভাগ নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। এখন বিচারক যদি এই ধরনের মন্তব্য করেন তখন এটা আরো বেশি যড়যন্ত্রকারীদের কাজে দেবে।

তিনি বলেন, হাইকোর্টের একজন বিচারপতি যে অসাংবিধানিক শব্দ ব্যবহার করেছেন, সংবিধানের বাইরে গিয়ে বক্তব্য দিয়েছেন সে কারণে প্রধান বিচারপতি ব্যবস্থা নেবেন বলে আমি মনে করি। অনলাইন পত্রিকার কপি ইতিমধ্যে প্রধান বিচারপতির কাছে পৌঁছে দিয়েছি।

শুনানিতে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করায় উষ্মা প্রকাশ করেন বিচার পতি এমদাদুল হক আজাদ।

মার্কেট আওয়ার/মিজান

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর