ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

অধিকারের আদিলুর-এলানের জামিন

২০২৩ অক্টোবর ১০ ১২:১০:৩৪
অধিকারের আদিলুর-এলানের জামিন

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের সশ্রম কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। পাশাপাশি জামিন চেয়েছেন তারা।

তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানসহ দুইজনকে দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়। গত ১৪ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত এক দশক আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজেত ইসলামের সমাবেশে নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির মামলায় রায় দেন।

দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত অপর আসামি হলেন, রাইটস ডিরেক্টর এএসএম নাসির উদ্দিন এলান। রায় ঘোষণার পর তাদের ওয়ারেন্টসহ কারাগারে পাঠানো হয়।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর