ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ফের তামিম ইকবাল ইস্যু নিয়ে মুখ খুললেন ওমর সানী

২০২৩ অক্টোবর ১০ ১১:৩৯:০৩
ফের তামিম ইকবাল ইস্যু নিয়ে মুখ খুললেন ওমর সানী

এই তালিকা থেকে বাদ যাননি শোবিজ ও সিনেমার তারকারা। এর আগে বিষয়টি নিয়ে ফেসবুকে নিজের মতামত জানিয়েছিলেন অভিনেতা ওমর সানী। সম্প্রতি এ ব্যাপারে আবারও মুখ খুললেন তিনি।

ওমর সানী বলেন, ফুটবল কিন্তু কবর রচনা হয়েই গেছে। এখন ক্রিকেটেরও সেই একই অবস্থা দেখতে হবে? আমার মনে হয় সেটা দেখা উচিত না। আমি ভীষণভাবে কষ্ট পাই যে, এই মুহূর্তে তামিম নেই। একজন ব্যক্তি তামিমের কথা বলছি না, একজন খেলোয়াড় তামিমের কথা বলছি। আমার কাছে মনে হয়েছে তার থাকাটা বাংলাদেশের জন্য খুবই জরুরি ছিল।

এর আগে গত ২৭ সেপ্টেম্ব তামিম ইস্যুতে ফেসবুকে এক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেছিলেন, ‘আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠতো। আজকে এমন কি হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেইঅ মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকতো তাহলে বলতাম- “আমি পদত্যাগ করলাম।” সরি একজন খেলোয়ার তামিম ইকবাল।’

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর