ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

‘ডাণ্ডা মেরে নয়, ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব’

২০২৩ অক্টোবর ০৯ ১৮:৫০:০৮
‘ডাণ্ডা মেরে নয়, ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব’

ঢাকা অচল করতে এলে জনগণ বিএনপিকে অচল করে দেবে ওবায়দুল কাদের বলেন, দুই চালান ইউরেনিয়াম এসেছে। বেশি লাফালাফি করলে কিছু ফখরুলের মাথায়, কিছু মঈন খানের মাথায়, কিছু আব্বাসের মাথায়, কিছু রিজভীর মাথায় ঢেলে দেব। এখন ডাণ্ডা মেরে নয়, ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব।

তিনি জানান, ভোট হবে। আগামী জানুয়ারিতে ভোট হবে। জানুয়ারিতে ফাইনাল, নভেম্বরে কোয়ার্টার ফাইনাল এবং ডিসেম্বরে ফাইনাল খেলা হবে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর