ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাবর আজমের ভক্ত ভারতীয় কিশোরীর কাণ্ড

২০২৩ অক্টোবর ০৯ ১৭:১১:৫১
বাবর আজমের ভক্ত ভারতীয় কিশোরীর কাণ্ড

জানা যায়, ভূপালের মেয়ে আলিশা তার মায়ের সাথে হায়দ্রাবাদে চলে এসেছে। আলিশা জানান, গত চার বছর ধরে তিনি বাবর আজমের ভক্ত। আর তাই ভোপাল থেকে হায়দরাবাদে ছুটে যান তিনি।

মেয়েটি ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে (পিটিআই) বলেছে, "আমি গত চার বছর ধরে বাবরের ভক্ত। আমি সোশ্যাল মিডিয়াতে একটি ফ্যানপেজও শুরু করেছি, কিন্তু আমাকে ফোকাস করতে হয়েছিল বলে এটি নিষ্ক্রিয় করে দিয়েছি। আমার পড়াশুনার উপর।'

এই তরুণী আরও বলেছে, ‘এটা দেখে ভালো লাগছে যে, লোকেরা উভয় দলকে সমর্থন করছে। আমি প্রথমে একজন ভারতীয় এবং শুভমান গিল ও বিরাট কোহলিদের পছন্দ করি; আবার একইভাবে বাবরের জন্যও আমার ভালবাসা রয়েছে। আমি আশা করি, দুই দেশের (ভারত ও পাকিস্তান) মধ্যে সম্পর্ক একদিন ভালো হবে।’

আলিশা জানিয়েছে, পরিবার থেকেই ক্রিকেটের প্রতি তার অনুরাগ। কারণ তার বাবা-মা দুজনই পাকিস্তানি ক্রিকেট কিংবদন্তিদের ভক্ত। যেমন- তার মা শহীদ আফ্রিদিকে পছন্দ করেন; আবার তার বাবা জাভেদ মিয়াঁদাদের প্রশংসা করেন।

আগামী ১৪ অক্টোবার আহমেদাবাদে অনুষ্ঠিত হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মহারণ। অতি গুরুত্বপূর্ণ ওই ম্যাচের টিকিট সংগ্রহের চেষ্টায় রয়েছে বলেও জানিয়েছে ভুপালের আলিশা।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর