ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে যা বলল আওয়ামী লীগ

২০২৩ অক্টোবর ০৯ ১৬:০৮:৪৬
মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে যা বলল আওয়ামী লীগ

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে মার্কিন প্রতিনিধিদলকে আওয়ামী লীগের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের গণতন্ত্রের চ্যালেঞ্জ নিয়েও কথা হয়েছে।

আজ সোমবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার, সে বিষয়ে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে কথা হয়েছে।

তিনি বলেন, তারা কোনো বিষয়ে মধ্যস্থতা করতে আসেনি। তারা বাংলাদেশে একটা ভালো নির্বাচন দেখতে চায়। আমরাও বলেছি, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর