ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি, বেড়েছে মজুরি

২০২২ নভেম্বর ১২ ০৭:৪৮:৫৯
অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি, বেড়েছে মজুরি

বিশেষ প্রতিবেদন:টানা দুই মাস নয় শতাংশের উপরে পর অক্টোবরে মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশে মূল্যস্ফীতির হার ছিল ৮.৯১ শতাংশ।

দেশের মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৯.১০ শতাংশ থেকে অক্টোবরে ৮.৯১ শতাংশে নেমে এসেছে। এছাড়া খাদ্য মূল্যস্ফীতি আগের মাসে ৯.০৮ শতাংশ থেকে কমে ৮.৫০ শতাংশে নেমে এসেছে। তবে, খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি আগের মাসে ৯.১৩ শতাংশ থেকে বেড়ে ৯.৫৮ শতাংশ হয়েছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ তথ্য তুলে ধরা হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।

অক্টোবরে বেতন বেড়েছে

বিবিএস অনুসারে, অক্টোবরে মজুরির হার বেড়ে দাঁড়িয়েছে ৬.৯২, যা আগের মাসে ৬.৮৬ শতাংশ ছিল। কৃষিতে মজুরি আগের মাসে ৬.৮০ শতাংশ থেকে বেড়ে ৬.৮৫ শতাংশ হয়েছে। শিল্পে মজুরি আগের মাসে ৬.৯২ শতাংশ থেকে বেড়ে ৬.৯৭ শতাংশ হয়েছে। সেবা খাতে মূল্যস্ফীতি আগের মাসে ৭.০৫ শতাংশ থেকে বেড়ে ৭.১১ শতাংশ হয়েছে।

২০১০-১১ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতির হার ছিল ১০.৯২ শতাংশ। এর পর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। তারপর থেকে সূচকটি ৯ শতাংশের নিচে রয়েছে। আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে গত কয়েক মাস ধরে দেশটিতে মূল্যস্ফীতির প্রবণতা দেখা যাচ্ছে।

চলতি বছরের ৫ আগস্ট ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৩৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বেড়েছে। পরে ২৯ আগস্ট তা কমিয়ে ৫ টাকা করা হয়।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সব ধরনের পণ্য ও সেবার দাম বাড়তে থাকে। ফলে মূল্যস্ফীতি বাড়ছে। এখন কিছুটা কমতে শুরু করেছে।

হাবির/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর