ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

প্রতিদিনই সর্বোচ্চ দর হাঁকাচ্ছে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স

২০২২ নভেম্বর ২৬ ১৮:৪১:১৪
প্রতিদিনই সর্বোচ্চ দর হাঁকাচ্ছে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স

গেল সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের প্রতিদিনই কোম্পানিটির শেয়ার দর বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। এরফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে দর বাড়ার শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটির শেয়ার।

শুধু গত সপ্তাহ নয়, শেয়ারবাজারে লেনদেন শুরুর পর থেকে প্রতিদিনই দর বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে এই জীবন বিমা কোম্পানিটি। শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, একদিনে কোম্পানিটির শেয়ারের দর সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে পারে।

এভাবে দাম বাড়ায় এক মাসের কম সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৫৫৫ শতাংশ। এতে ১০ টাকা দামের প্রতিটি শেয়ারের দাম ৬৫ টাকা ৫০ পয়সায় উঠেছে।

প্রসঙ্গত, প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সাধারণ বিনিয়োগকারীরা কোম্পানিটির মাত্র ৩১টি করে শেয়ার পেয়েছেন।

বিদায়ী সপ্তাহের পাঁচ কার্যদিবসের প্রতিদিনই চার্টার্ড লাইফের শেয়ার দর বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করায় এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৬০.১৫ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ২৪ টাকা ৬০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দর দাঁড়িয়েছে ৬৫ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৪০ টাকা ৯০ পয়সা।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর