ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

‘কঠিন সময়ে’ ইসরায়েলের পাশে আছি: নরেন্দ্র মোদি

২০২৩ অক্টোবর ০৮ ১১:১৮:৩৪
‘কঠিন সময়ে’ ইসরায়েলের পাশে আছি: নরেন্দ্র মোদি

হামাসের এই হামলার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেন। টুইটে হামাসের হামলার নিন্দা এবং এমন কঠিন মুহূর্তে ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, ইসরায়েলে সন্ত্রাসী হামলার খবরে বিস্মিত হয়েছি। নিরীহ নিহত মানুষ ও তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা এবং সহমর্মিতা প্রকাশ করছি। এমন কঠিন মুহূর্তে আমরা ইসরায়েলের পক্ষে আছি।

ভারতীয় প্রধানমন্ত্রী ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, নেদারল্যান্ডসের মার্ক রুটে এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হামাসের হামলাকে 'সন্ত্রাসী হামলা' বলে অভিহিত করেছেন। তারা ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে।

গত কয়েক মাস ধরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর নির্যাতন ও নিপীড়ন অব্যাহত রেখেছে। আর এসব নৃশংসতার মাত্রা বাড়ার পর গাজার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অন্যদিকে অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হামাসের ওপর চাপ বাড়তে থাকে। আর এসব চাপের মধ্যেই তারা সবাইকে অবাক করে দিয়ে শনিবার ইসরায়েলে ব্যাপক হামলা চালায়।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর