ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

উচ্চ প্রিমিয়ারের বারাকা পতেঙ্গার ডিভিডেন্ড ও মুনাফায় পতন

২০২২ নভেম্বর ২৬ ১৮:২৬:৩৭
উচ্চ প্রিমিয়ারের বারাকা পতেঙ্গার ডিভিডেন্ড ও মুনাফায় পতন

উচ্চ প্রিমিয়ামে বুক বিল্ডিং পদ্ধতিতে আসার পেছনে ইস্যু ম্যানেজারের সহযোগিতায় কারসাজি হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া শেয়ারবাজারে আসার আগে কোম্পানিটির বিরুদ্ধে অতিরঞ্জিত করে মুনাফা দেখানোর অভিযোগও রয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি উচ্চ দরে শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে টাকা তুলে নিয়েছে। যাতে করে তালিকাভুক্তির পরে শেয়ারহোল্ডারদেরকে দিতে পারছে না সঠিক ডিভিডেন্ড। এছাড়া কমে এসেছে মুনাফার পরিমাণ। একই সঙ্গে কোম্পানির শেয়ার দর কাট-অফ প্রাইসের নিচে চলে এসেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, প্রিমিয়াম নেওয়া কোম্পানি থেকেও যদি বিনিয়োগকারীরা অভিহিত মূল্যের কোম্পানির মতো ডিভিডেন্ড পায়, তাহলে বুক বিল্ডিংয়ে শেয়ারবাজারে আসার দরকার কি? যদি প্রিমিয়ামের বিপরীতে রিটার্ন নাই আসে, তাহলে শুধুমাত্র অভিহিত মূল্যের কোম্পানির আইপিও অনুমোদন দেওয়াই শ্রেয়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ প্রিমিয়াম নিয়ে বারাকা পতেঙ্গা পাওয়ার শেয়ারবাজারে আসার পর বিনিয়োগকারীদের ঠকানো শুরু করছে। ইস্যু ম্যানেজারের সহযোগিতায় কারসাজি করে উচ্চ মুল্যে বিনিয়োগকারীদের শেয়ার ধরিয়ে দিয়ে এখন কোম্পানি লোকসানে নেমেছে। কোম্পানিটি শেয়ার বাইব্যাক করার দাবি তুলছেন তারা।

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের শেয়ারের কাট-অফ প্রাইস ছিল ৩২ টাকা এবং সাধারণ বিনিয়োগকারীরা শেয়ারটি পেয়েছে ২৯ টাকায়। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। যা আগের বছর ছিল ৩ টাকা ৬০ পয়সা। এ বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা আগের বছর ছিল সাড়ে ১২ শতাংশ নগদ।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ২৭ পয়সা। যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ১৩ পয়সা।

সাবসিডিয়ারি কোম্পানি ও নিজেদের ব্যবসায় বৈদেশিক মুদ্রা লেনদেনজনিত লোকসানের কারণে আলোচ্য প্রান্তিকে বড় লোকসান হয়েছে বলে জানিয়েছেন কোম্পানিটির কর্মকর্তারা।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর