ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শাস্তির কবলে এপেক্স ফুডস

২০২৩ অক্টোবর ০৭ ১৮:৩৯:০৬
শাস্তির কবলে এপেক্স ফুডস

এপেক্স ফুডসের পরিচালনা পর্ষদের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করা ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের তথ্য বুধবার (০৪ অক্টোবর) ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যা কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের মুনাফার ২২ শতাংশ।

তবে ২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ ডিভিডেন্ড আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ করা হবে।

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৯১ পয়সা। সে হিসাবে কোম্পানিটির ৫ কোটি ৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ২০ শতাংশ হিসেবে ১ কোটি ১৪ লাখ টাকার ডিভিন্ডে ঘোষণা করেছে। যা মুনাফার ২২ শতাংশ। বাকি ৩ কোটি ৯৪ লাখ টাকা বা ৭৮ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে ৩ কোটি ৯৪ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ৩৯ লাখ টাকা কর দিতে হবে এপেক্স ফুডসকে।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর