ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিতর্কের মুখে মেসি

২০২৩ অক্টোবর ০৬ ১৬:১০:৩৬
বিতর্কের মুখে মেসি

বিশ্বকাপের পর প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে দেশের জার্সিতে খেলেছিলেন মেসি। কোচ লিওনেল স্কালোনির আশা আগামী ম্যাচেও তাকে পাওয়া যাবে। গত বছরের ডিসেম্বরে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান মেসি।

চলতি বছর ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে তিনি যোগ দেন আমেরিকার ইন্টার মায়ামিতে। সেখানে বেশ কিছু ম্যাচও খেলেছেন। কিন্তু পরে ইনজুরির কারণে তাকে বসিয়ে রাখা হয়। অথচ দেশের হয়ে খেলার জন্য ডেকে নেওয়া হলো মেসিকে। এ ঘটনা ভালোভাবে নেননি মায়ামি দলের সমর্থকরা।

গত ছয় ম্যাচের পাঁচটিতে মিয়ামির হয়ে খেলেননি মেসি। শিকাগোর বিপক্ষে ১-৪ গোলে হেরেছে মিয়ামি। মেসির না থাকায় ভুগছে দলটি। মেসি যে পাঁচটি ম্যাচ খেলেননি তার মধ্যে মাত্র একটি জিতেছে মিয়ামি। ফলে প্লে-অফের রাস্তা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

মায়ামির কোচ জেরার্ড মার্টিনো বলেন, ‘খেলার মতো অবস্থায় মেসি আছে কিনা সেটা দেখতে হবে। ধীরে ধীরে সুস্থ হচ্ছে সে। দেখা যাক কবে খেলতে পারে। আশা করি খুব তাড়াতাড়ি খেলতে পারবে মেসি।’

মায়ামির পরের ম্যাচ সিনসিনাটি এফসির বিপক্ষে। সেই ম্যাচের পর আর্জেন্টিনার হয়ে খেলতে যাবেন মেসি। তবে সিনসিনাটির বিপক্ষে তিনি খেলবেন কিনা তা স্পষ্ট নয়। আগামী ১২ অক্টোবর প্যারাগুয়ে ও ১৭ অক্টোবর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুটির জন্য মেসিকে রেখেই দল ঘোষণা করেছেন লিওনেল স্ক্যালোনি।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর