ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৩ অক্টোবর ০৪ ১৭:১৬:৩৬
রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আলজাজিরা জানিয়েছে, রসায়নে নোবেলে বিজয়ীরা হলেন- আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন), মুঙ্গি বাওয়েন্ডি (ফ্রান্স) ও লুই ব্রুস (যুক্তরাষ্ট্র)। কোয়ান্টাম বিন্দুর আবিষ্কার এবং সংশ্লেষণের জন্য তারা এই পুরস্কার পেয়েছেন।

এর আগে ২০২২ সালে রসায়নে নোবেল পান তিন বিজ্ঞানী। তারা হলেন- মার্কিন বিজ্ঞানী ক্যারোলিন আর বার্তোজ্জি, ব্যারি শার্পলেস ও ডেনমার্কের মর্টেন মেলডাল।

সুইডেনের সংবাদমাধ্যম দাগেনস নাইহেতার এক প্রতিবেদনে বলা হয়েছে, রয়্যাল সুইডিশ একাডেমির অসাবধানতার কারণে বিজয়ীদের নাম আগেই ফাঁস হয়ে গেছে। যদিও অভিযোগ অস্বীকার করে সংস্থাটি।

তারা বলে, বিজয়ীদের নাম ঘোষণা করার নির্দিষ্ট সময়ের এখনো কয়েক ঘণ্টা বাকি আছে।

প্রতিবেদনে অভিযোগ করা হয়, পুরস্কার ঘোষণাকারী সংস্থার এক ই-মেইলের মাধ্যমে রসায়নে বিজয়ীদের নাম ফাঁস হয়ে গেছে। যেখানে বলা হয়েছে, কোয়ান্টাম ডট ও ন্যানোপার্টিকেলস আবিষ্কার ও অগ্রগতিতে অবদান রাখার জন্য ২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

বিজয়ীদের নাম ঘোষণা করা কমিটির চেয়ারম্যান জোহান আকভিস্ট বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, এটা রয়েল সুইডিশ একাডেমির ভুল। আমাদের বৈঠক গ্রিনিচ মান সময় সাড়ে ৭টা বাজে শুরু হবে। ফলে এখনো বিজয়ীদের নাম ঘোষণা করা হয়নি।

পুরস্কার ঘোষণার পর দেখা যায়, ফাঁস হওয়া ওই তথ্যই সঠিক হয়েছে। ওই তিন বিজ্ঞানীই রসায়নে নোবেল বিজয়ী হয়েছেন।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর