ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হতাশায় বহুজাতিক শেয়ারের বিনিয়োগকারীরা

২০২২ নভেম্বর ২৬ ১১:৩৭:৫৫
হতাশায় বহুজাতিক শেয়ারের বিনিয়োগকারীরা

জানা গেছে, ফ্লোর প্রাইসের ওপরে লেনদেন হচ্ছে বাটা সু ও লাফার্জহোলসিম সিমেন্ট। বাকি ১১টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে অবস্থান করছে। যেগুলো হলো- ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো-বিএটিবিসি, বার্জার পেইন্টস, গ্রামীণফোন, হাইডেলবার্গ সিমেন্ট, লিনডে বিডি, ম্যারিকো বাংলাদেশ, আরএকে সিরামিক, রবি আজিয়াটা, রেকিট বেনকিজার, সিঙ্গার বিডি, ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেড।

ফ্লোর প্রাইসের ওপরে লেনদেন হওয়া লাফার্জহোলসিম ও বাটা সুর শেয়ার দরও গেল সপ্তাহে কমেছে। এরমধ্যে লাফার্জহোলসিমের শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবসে ছিল ৬৭ টাকা ৮০ পয়সা। যা বৃহস্পতিবার কমে দাঁড়িয়েছে ৬৫ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩.৮৩ শতাংশ বা ২ টাকা ৬০ পয়সা।

অন্যদিকে, বাটা সুর শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবসে ছিল ৯৬৫ টাকা ৭০ পয়সা। যা বৃহস্পতিবার কমে দাঁড়িয়েছে ৯৪৮ টাকা ৭০ পয়সায়। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১.৭৬ শতাংশ বা ১৭ টাকা।

এছাড়া, ফ্লোর প্রাইসে অবস্থান করা ১১ কোম্পানির মধ্যে বিএটিবিসির শেয়ার ৫১৮ টাকা ৭০ পয়সায়, বার্জার পেইন্টসের ১ হাজার ৭১১ টাকা ৬০ পয়সায়, হাইডেলবার্গ সিমেন্টের ১৭৯ টাকা ১০ পয়সায়, আরএকে সিরামিকসের ৪২ টাকা ৯০ পয়সায়, গ্রামীণফোনের ২৮৬ টাকা ৬০ পয়সায়, লিন্ডে বিডির ১ হাজার ৩৯৭ টাকা ৭০ পয়সায়, ম্যারিকো বাংলাদেশের ২ হাজার ৪২১ টাকা ৫০ পয়সায়, রেকিট বেনকিজারের ৪ হাজার ৭৬০ টাকা ৭০ পয়সায়, রবি আজিয়াটার ৩০ টাকায়, সিঙ্গারের ১৫১ টাকা ৯০ পয়সায় এবং ইউনিলিভার কঞ্জুমার কেয়ারের ২ হাজার ৮৪৯ টাকায় অবস্থান করছে।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর