ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লেনদেনে ১০ কোম্পানির আধিপত্য

২০২২ নভেম্বর ২৬ ১১:২০:১৩
লেনদেনে ১০ কোম্পানির আধিপত্য

কোম্পানি ১০টি হলো- জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, বসুন্ধরা পেপার, নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং, সামিট এলায়েন্স পোর্ট, সী পার্ল হোটেল, আমরা নেটওয়ার্ক, বেক্সিমকো লিমিটেড ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে শীর্ষ স্থান দখল করেছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬৭ লাখ ৫০ হাজার ৯৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৬ কোটি ৬১ লাখ ২৪ হাজার টাকা। যা ছিল মোট লেনদেনের ৮.০৬ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৫ লাখ ৩৪ হাজার ১৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৭ কোটি ৭৯ লাখ ২৯ হাজার টাকা। যা ছিল মোট লেনদেনের ৫.৭০ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬ লাখ ১১ হাজার ৬৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৮ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকা। যা ছিল মোট লেনদেনের ৪.৭৭ শতাংশ।

লেনদেনের চতুর্থ স্থান দখল করেছে নাভানা ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯৪ লাখ ৯৬ হাজার ৩৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৫ কোটি ৫২ লাখ ৯৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.১৪ শতাংশ।

লেনদেনের পঞ্চম স্থান দখল করেছে পদ্মা লাইফ ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩০ লাখ ৯৪ হাজার ১৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৮ কোটি ৮ লাখ ২৯ হাজার টাকা। যা ছিল মোট লেনদেনের ৩.৭৮ শতাংশ।

লেনদেন তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮০ লাখ ৫১ হাজার ২৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৬ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.২২ শতাংশ।

তালিকার সপ্তম স্থানে রয়েছে সী পার্ল হোটেল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৩ লাখ ৯২ হাজার ১৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬১ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার টাকা। যা ছিল মোট লেনদেনের ২.৯৭ শতাংশ।

লেনদেন তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে ইন্ট্রাকো সিএনজি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২৩ লাখ ৮৩ হাজার ৪৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫১ কোটি ৩০ লাখ ২৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৪৮ শতাংশ।

তালিকার নবম স্থানে রয়েছে সামিট এলায়েন্স পোর্ট। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪৬ লাখ ৬৯ হাজার ৪৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৯ কোটি ৮৩ লাখ ৬১ হাজার টাকা। যা ছিল মোট লেনদেনের ২.৪১ শতাংশ।

স্কয়ার ফার্মা লেনদেন তালিকার দশম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২১ লাখ ৫০ হাজার ১১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৫ কোটি ১৯ লাখ ৭৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.১৯ শতাংশ।

আলম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর