ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গালি দিলেও সাকিবদের সঙ্গে থাকবো: মাশরাফি

২০২৩ অক্টোবর ০১ ১৭:৩৩:১৭
গালি দিলেও সাকিবদের সঙ্গে থাকবো: মাশরাফি

তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে পরিস্থিতি কিছুটা পাল্টেছে। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বিশ্বকাপে টাইগাররা ভালো করবে বলে মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ভালো না করলেও দলের পাশে থাকবেন বলে জানান তিনি।

রোববার (০১ অক্টোবর) মাশরাফির অফিসিয়াল পেজে ১৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশিত হয়। দেখেই বোঝা যাচ্ছে, বড় কোনো ভিডিওর এটি ট্রেইলার কেবল। ক্যাপশনেও লিখে দেওয়া আছে, আজ সন্ধ্যা ৬টায় বিস্তারিত জানা যাবে।

ভিডিওতে মাশরাফি বলেন, ‘আমি অবশ্যই আশা করছি, এই দল বিশ্বকাপে ভালো করবে কিন্তু যদি না করে আমি দলের সাথেই থাকবো। আপনারা হয়তোবা তখন আমাকে গালি দিতে পারেন, আমাকে নিয়ে ট্রোল করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কাম অন টাইগার, বিশ্বকে দেখিয়ে দাও তোমরা কতটা ভালো।’

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর