ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বড় পতনেও চমক দেখালো জেড গ্রুপের তিন কোম্পানি

২০২৩ অক্টোবর ০১ ১৬:৪২:১৫
বড় পতনেও চমক দেখালো জেড গ্রুপের তিন কোম্পানি

কিন্তু এই ব্যর্থ কোম্পানিগুলোর শেয়ার নিয়েও যেন থেকে নেই কারসাজি চক্র। গেলো কয়েকদিন ধরেই জেড গ্রুপের কয়েকটি কোম্পানির শেয়ারদর বেড়েই চলেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের পতন হয়েছে ১৯.৭৩ পয়েন্ট। সূচকের এমন বড় পতনে যেখানে ভালো ভালো কোম্পানির শেয়ারদর কমেছে, ঠিক সেখানে জেড গ্রুপের তিনটি কোম্পানির শেয়ারদর বেড়ে চমক দেখিয়েছে। অথচ কোম্পানিগুলো লোকসানী ও উৎপাদন বন্ধ রয়েছে বছরের পর বছর।

এছাড়াও, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ৩৭টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে তিনটি জেড গ্রুপের। এই তিন কোম্পানির মধ্যে দুটি প্রথম পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে। একটি সবগুলো কোম্পানির শীর্ষে অবস্থান করছে। একটি অবস্থান করছে পঞ্চম স্থানে।

কোম্পানি তিনটির মধ্যে রয়েছে শ্যামপুর সুগার, জুট স্পিনার্স এবং আরএসআরএম স্টিল লিমিটেড।

এই তিন কোম্পানির মধ্যে আজ শ্যামপুর সুগারের শেয়ারদর বেড়েছে ১২ টাকা ৯০ পয়সা বা ৯.২৭ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৩৯ টাকা ১০ পয়সায়। আজ শেয়ারদর বেড়ে অবস্থান করছে ১৫২ টাকায়।

জুট স্পিনার্সের শেয়ারদর বেড়েছে ২১ টাকা বা ৫.৮০ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৬২ টাকা ১০ পয়সায়। আজ শেয়ারদর বেড়ে অবস্থান করছে ৩৮৩ টাকা ১০ পয়সায়।

অন্যদিকে, আরএসআরএম স্টিলের শেয়ারদর বেড়েছে ১০ পয়সা বা ০.৫৯ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৬ টাকা ৯০ পয়সায়। আজ শেয়ারদর বেড়ে অবস্থান করছে ১৭ টাকায়।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর