ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শাটডাউনের দ্বারপ্রান্তে মার্কিন সরকার

২০২৩ সেপ্টেম্বর ৩০ ১৯:৩৭:৫৬
শাটডাউনের দ্বারপ্রান্তে মার্কিন সরকার

আগামী ৩০ দিন কেন্দ্রীয় সরকারকে অর্থের জোগান দিয়ে শাটডাউন এড়াতে রিপাবলিকান দলের নেতা এই বিলটি কংগ্রেসে উত্থাপন করেছিলেন। তবে বিলটি ২৩২-১৯৮ ভোটে বাতিল হয়েছে।

বিলটিতে ব্যয় কমানোর পাশাপাশি অভিবাসন সীমিত করার প্রস্তাব করা হয়েছে, যেমনটি রিপাবলিকানরা পছন্দ করেন। তবে মার্কিন প্রতিনিধি পরিষদ রিপাবলিকানদের দ্বারা নিয়ন্ত্রিত হলেও সেনেট নিয়ন্ত্রিত হয় ডেমোক্র্যাটদের দ্বারা। ফলে প্রতিনিধি পরিষদে এই বিল পাস হলেও সিনেটে পাশ হওয়ার সম্ভাবনা ছিল খুবই কম।

মার্কিন সরকার শাটডাউন হয়ে গেলে ৪০ লাখ কেন্দ্রীয় কর্মীর বেতনভাতা বন্ধ হয়ে যেতে পারে। একই সঙ্গে আর্থিক খাতের নজরদারি থেকে বৈজ্ঞানিক গবেষণার তহবিলও বন্ধ হয়ে যেতে পারে।

ভোটে পরাজয়ের পরে হাউস স্পিকার কেভিন ম্যাককার্থি জানান, যেসব রক্ষণশীল নীতির কারণে ডেমোক্র্যাটরা বিচ্ছিন্ন বোধ করছেন, সেগুলো ছাড়া এই তহবিলের মেয়াদ সম্প্রসারণের বিল এখনো পাস হতে পারে। বিল পাস হলে এরপর কী হবে তা তিনি জানাননি। আজ শনিবার সেখানে আরও একটি ভোট হতে পারে।

এবার যদি শাটডাউন হয়ই তা হলে সেটি হবে মাত্র ১০ বছরে মধ্যে চতুর্থ শাটডাউন। এর আগে মাত্র চার মাস আগে জাতীয় ঋণসীমা বৃদ্ধি নিয়ে দেশটির প্রধান দুই রাজনৈতিক দল যেভাবে পরস্পরের মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল, তখনো এই শাটডাউনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। যদিও শেষ মুহূর্তে তা হয়নি।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর