ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ফরাসি ক্লাব ফুটবলারের আত্মহত্যার চেষ্টা

২০২৩ সেপ্টেম্বর ৩০ ১৬:২০:৪২
ফরাসি ক্লাব ফুটবলারের আত্মহত্যার চেষ্টা

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ ও মনোরোগ বিশেষজ্ঞ। নিজেদের মধ্যে কয়েক ঘণ্টা আলোচনার পর আত্মহত্যা করা থেকে ফিরিয়ে আনেন বেকা বেকাকে। পরে দমকল বাহিনীর সাহায্যে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায়। খবর স্পোর্টস টাইগার, স্পোর্টস কিডার।

ফরাসি সংবাদমাধ্যমগুলোর খবরে বেকা বেকার আত্মহত্যা করতে যাওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় আত্মহত্যা করতে যান এই ফুটবলার। তবে এ দাবি অস্বীকার করেছেন তার প্রতিনিধি।

তিনি জানিয়েছেন, নিসের উত্তর-দক্ষিণাঞ্চলে অবস্থিত মাগনঁ ভায়াডাক্ট থেকে লাফ দিয়ে আত্মহত্যার হুমকি দেন বেকা বেকা।

উল্লেখ্য, সেতুটি ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটার উঁচুতে নির্মিত। উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলের ছয় কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছিল দীর্ঘ যানজট।

এদিকে বেকা বেকার লাফ দেওয়ার হুমকির খবর ছড়িয়ে পড়ার পর ক্লাবজুড়ে তৈরি হয় আতঙ্ক। ঘটনার আকস্মিকতায় বাতিল করা হয়েছে ক্লাবের কোচ ফ্রান্সেসকো ফারিওলির ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনও।

ফরাসি সংবাদমাধ্যম ইনস্ট্যান্ট ফুটকে দেওয়া সাক্ষাৎকারে বেকা বেকার প্রতিনিধি বলেন, ‘সম্পর্ক ভেঙে যাওয়ার যে কারণের কথা বলা হচ্ছে, তা মিথ্যা। এ ঘটনার সঙ্গে এমন কোনো সম্পর্ক নেই।’

এদিকে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শেষ পর্যন্ত সব কিছু ভালোভাবে শেষ হওয়ায় সবাই খুব স্বস্তি বোধ করছে।’

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর