ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

প্রেমের টানে আসা ভিনদেশি প্রেমিকাকে কেটে সমুদ্রে নিক্ষেপ

২০২২ নভেম্বর ২৬ ০৬:৫৯:৩৯
প্রেমের টানে আসা ভিনদেশি প্রেমিকাকে কেটে সমুদ্রে নিক্ষেপ

ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, পেরুতে পৌঁছার পর তাকে হত্যার পর কেটে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বের করে নিয়ে ফেলে দেওয়া হয় সমুদ্রে।

পরে সমুদ্রসৈকতে ভেসে ওঠে মরদেহটি। গত ১০ নভেম্বর পেরুর হুয়াচো উপকূলে মরদেহটি ভেসে ওঠে। নিহত নারীর নাম ব্লাঙ্কা অলিভিয়া আরেলানো গুতেরেস।

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, অনলাইনে পরিচয়ের পর কয়েক মাস ধরে এক তরুণের সঙ্গে প্রেম করছিলেন তিনি। ৩৭ বছর বয়সী ওই তরুণ পেরুর হুয়াচো উপকূলে থাকতেন।

পরে এ বছরের জুলাইয়ে ওই নারী পরিবারকে জানান পেরুর রাজধানী লিমায় যাবেন তিনি। তিনি তার ভাতিজিকে জানান, পেরুর জুয়ান পাবলো জেসুস ভিলাফুয়ের্তের সঙ্গে প্রেম করছেন তিনি।

লিমায় পৌছানোর পর নিখোঁজ হয়ে যান আরেলানো। তাকে খুঁজে পেতে টুইটারে সহযোগিতা চান তার পরিবার। পরে বিষয়টি পুলিশে জানালে লিমার স্থানীয় পুলিশ আরেলানোর খোঁজে তদন্ত শুরু করে।

এরপর হুয়াচোর একই সমুদ্র সৈকতে একটি মুখবিহীন মাথা, এক হাত এবং একটি ধড় পাওয়া যায়। যার ভেতরে শরীরের কোনো অঙ্গ-প্রত্যঙ্গ ছিল না। সবকিছু বের করে নেওয়া হয়েছিল।

গত ১৭ নভেম্বর ভিলাফুয়ের্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে লিমার পুলিশ। এই হত্যাকাণ্ডের তদন্তে প্রধান সন্দেহভাজন হিসাবে মনে করা হয় ভিলাফুয়ের্তেকে।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর