ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

৫৬ শতাংশ কমে সাভার রিফ্র্যাক্টরীজের শেয়ার কেনার অফার

২০২৩ সেপ্টেম্বর ৩০ ১৬:১৩:৪৪
৫৬ শতাংশ কমে সাভার রিফ্র্যাক্টরীজের শেয়ার কেনার অফার

ডিলিস্টিং পরিকল্পনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাধারণ বিনিয়োগকারীদের কাছে থাকা শেয়ারের ৪০ শতাংশ অধিগ্রহণ করবেন। তার স্ত্রী কোম্পানিটির চেয়ারম্যান লুৎফুল তাহমিনা খান, তার ছেলে এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাফি মুদ্দাসের খান এবং তার মেয়ে কোম্পানির পরিচালক শাফিয়া তাসনিম খান প্রত্যেকে ২০ শতাংশ করে শেয়ার কিনবে।

বর্তমানে সাভার রিফ্যাক্টরীজের শেয়ারের বাজার মূল্য ২১৫ টাকা ৫০ পয়সা। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে কেনার জন্য অফার করা হয়েছে ৯৫ টাকা ৫২ পয়সা করে। অর্থাৎ বাজার মূল্য থেকেও কোম্পানিটির শেয়ার ১১৯ টাকা ৯৮ পয়সা বা প্রায় ৫৬ শতাংশ কমে কেনার অফার করা হয়েছে।

ডিএসই পাবলিক ঘোষণা অনুসারে, পুনর্মূল্যায়ন সমন্বয়ের পর নেট সম্পদ মূল্যের ভিত্তিতে অফারের মূল্য নির্ধারণ করা হয়েছিল। অফার মূল্য অনুযায়ী সাধারণ বিনিয়োগকারীর শেয়ারের মোট মূল্য দাঁডিয়েছে ৬ কোটি ৫৬ লাখ টাকা। কোম্পানি ইতিমধ্যেই এই পরিমাণ অর্থের অর্ধেক ডিএসই এসক্রো অ্যাকাউন্টে জমা দিয়েছে এবং বাকি অর্ধেক পরে জমা দেবে।

প্রস্তাবিত মূল্যে তাদের হোল্ডিংগুলি সমর্পণ করতে বা বিক্রি করতে ইচ্ছুক বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদনগুলি পাওয়ার পরে ডিএসই তাদের মধ্যে মোট জমাকৃত অর্থ বিতরণ করবে। বর্তমানে সাভার রিফ্র্যাক্টরিজের পরিশোধিত মূলধন ১ কোটি ৩৯ লাখ টাকা।

গত বছরের অক্টোবরে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ডিলিস্টিং হতে চেয়েছিল। গত ১১ বছর ধরে কোম্পানিটি বড় ধরণের লোকসানের কারণেবিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়েছে।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর