ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অ্যাপেক্স ফুডের মুনাফায় খুশী বিনিয়োগকারীরা

২০২২ নভেম্বর ১২ ০৭:১৮:৩৪
অ্যাপেক্স ফুডের মুনাফায় খুশী বিনিয়োগকারীরা

সোমবার স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, দক্ষতার সাথে পরিচালনার পাশাপাশি খরচ কমানোর কারণে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

কোম্পানিটির মুনাফা বৃদ্ধির খবরে খুশীর কথা জানিয়েছেন কোম্পানিটির বিনিয়োগকারীরা। তারা বলছেন, শেয়ারবাজারে হতাশা ও অখুশীর খবরই বেশি থাকে। এরমধ্যে অ্যাপেক্স ফুডের ভালো পারফরমেন্স সত্যিই দারুণ।

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে অ্যাপেক্স ফুডসের ১ কোটি ১৪ লাখ টাকা মুনাফা হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩৮ লাখ ৪৩ হাজার টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির রাজস্ব আয় ৪৮ শতাংশ কমে ৫৭ কোটি ৭৩ লাখ টাকা হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১১০ কোটি ৮৬ লাখ টাকা।

এদিকে, সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে আগের অর্থবছরের কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৪৮ শতাংশ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির নিট মুনাফা বেড়ে হয়েছে ২ কোটি ৯০ লাখ টাকা টাকা। যা আগের অর্থবছরে ছিল ১ কোটি ১৮ লাখ টাকা।

হাবির/

ট্যাগ:

পাঠকের মতামত:

বাজার বিশ্লেষণ এর সর্বশেষ খবর

বাজার বিশ্লেষণ - এর সব খবর