ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

৩ নয়, ৫ মাসের আমদানির রিজার্ভ আছে : প্রধানমন্ত্রী

২০২২ নভেম্বর ২৫ ১৯:১১:০৭
৩ নয়, ৫ মাসের আমদানির রিজার্ভ আছে : প্রধানমন্ত্রী

আজ শুক্রবার (২৫ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

সরকারপ্রধান বলেন, ‘আমাদের রিজার্ভ খরচ হচ্ছে, সেটা ঠিক। তারপরও আমি বলব আমাদের এখন যে রিজার্ভ আছে তা দিয়ে ৩ মাস নয়, ৫ মাসের আমদানি করতে পারি। সে পরিমাণ অর্থ আমাদের আছে।’

শেখ হাসিনা সবাইকে কৃষি উৎপাদনের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা শুধু নিজেদের চাহিদা মেটাব না, অনেক দেশকে আমাদের সহযোগিতা করতে হবে। খাদ্যপণ্য দিয়ে আমরা অনেক দেশকে সহযোগিতা করতে পারি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের শরীরে যেন পুষ্টি থাকে, সেজন্য মাছ-মাংস-ডিম-দুধ, ফলমূল গবেষণা করে আমরা উৎপাদন বাড়াচ্ছি। আমরা সীমিত জায়গায় দেশের মানুষের চাহিদা পূরণ করছি।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর