ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দুঃসংবাদ পেলেন সাকিব

২০২৩ সেপ্টেম্বর ২৮ ১৮:৫০:২৮
দুঃসংবাদ পেলেন সাকিব

সূচি অনুযায়ী, ভারতে পৌঁছানোর পর দুই দিন বিশ্রামে থাকবে টাইগাররা। এরপর প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

কিন্তু বিশ্বকাপে নামার আগে দুঃসংবাদ পেলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার (২৭ সেপ্টেম্বর) তিনি আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে গেছেন। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকা এই তারকা এখন ৫৯১ রেটিং পয়েন্ট নিয়ে ৩৬-এ আছেন।

আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এছাড়া, ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচ।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর