ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দেশব্যাপী বিএনপির বিক্ষোভ ৩০ নভেম্বর

২০২২ নভেম্বর ২৫ ১৭:৫১:৪৯
দেশব্যাপী বিএনপির বিক্ষোভ ৩০ নভেম্বর

তবে রাজশাহী ও কুমিল্লা বিভাগীয় সদর কর্মসূচির আওতামুক্ত থাকবে।

আজ শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, পোস্টার বিতরণের সময় গতকাল বৃহস্পতিবার নরসিংদী জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন মোল্লাা, রায়পুরা উপজেলা যুবদল নেতা নুর আহমেদ চৌধুরী মানিক, হুমায়ুন কবির, ছাত্রদল নেতা সামসুজ্জামান জয়কে জেলা বিএনপি কার্যালয় থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিচ্ছে। এর আগেও বিএনপির সাতজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

রিজভী বলেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীর বাসায় পরিকল্পিতভাবে হানা দিয়েছে পুলিশ। অথচ আওয়ামী সন্ত্রাসীরা শিবপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এর দায় চাপাচ্ছে মঞ্জুর এলাহীর ওপর।

তিনি বলেন, এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা মহিব উল্লাহ খোকন, ইউনিয়ন ছাত্রদল নেতা জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারগাঁও থানা ছাত্রদল নেতা জাকারিয়া ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন সালু ও যুবদল নেতা শহীদুর রহমান স্বপনের নামে মিথ্যা মামলা করা হয়েছে।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর