ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বাই মুডে ফিরছে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা

২০২৩ সেপ্টেম্বর ২৬ ১৫:২২:৫৮
বাই মুডে ফিরছে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা

তারপর গতকাল সোমবার বিনিয়োগকারীরা সেই আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। যার ফলে শেয়ারবাজারে পতন থেমেছে। তবে বিনিয়োগকারীরা সতর্ক থাকায় গতকাল সূচক ইতিবাচক থাকলেও লেনদেন ছিল নেতিবাচক প্রবণতায়।

আজ তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাই মুডে ফিরতে শুরু করেছে বিনিয়োগকারীরা। যে কারণে আজ শেয়ারবাজারে ছোটখাট উত্থান দেখা দিয়েছে। উভয় শেয়ারবাজারে আজ সূচক উত্থানের পাশাপাশি লেনদেনও ইতিবাচক প্রবণতায় থাকতে দেখা গেছে।

এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। আর যে পরিমাণ কোম্পানির শেয়ারদর বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির শেয়ারদর কমেছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও আগের কর্মদিবস থেকে কিছুটা বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৮৩.৮০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ০.৩১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫৯.৬৩ পয়েন্টেএবং দুইহাজার ১৩৮.৫০ পয়েন্টে।

ডিএসইতে ২৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির বা ২৪.০৪ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৭৮টির বা ২৭.১৮ শতাংশের এবং ১৪০টির বা ৪৮.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৪৫০ কোটি ০১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮ কোটি ৭৪ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৪১ কোটি ২৭ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ৩.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৪.১৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২.২৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৬.১৬ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৭৮ পয়েন্ট এবং সিএসআই ০.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১১০.৩০ পয়েন্টে, ১৩ হাজার ৩৫১.০১ পয়েন্টে, একহাজার ৩০৬.১২ পয়েন্টে এবং একহাজার ১৬৮.৩৬ পয়েন্টে।

আজ সিএসইতে ১৪৬টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি প্রতিষ্ঠানের। এদিন সিএসইতে ১৫ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

মার্কেট আওয়ার/মিজান

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর