ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অধিনায়কত্ব ছাড়ছেন সাকিব!

২০২৩ সেপ্টেম্বর ২৬ ১৩:৪৭:০৬
অধিনায়কত্ব ছাড়ছেন সাকিব!

বাংলাদেশের ক্রিকেটাঙ্গণে সোমবার রাতটি কেটেছে অনিশ্চিয়তা এবং নাটকীয়তার মধ্যে। টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে অস্ট্রেলিয়া থেকে রাতে ঢাকায় ফিরেই সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের গুলশানস্থ বাসভবনে যান। সেখানে পাপন ও অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে বৈঠকে বসেন হাথুরুসিংহে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতটি কেটেছে অনিশ্চয়তা আর নাটকীয়তায়। রাতে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরে সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের গুলশানের বাসায় যান টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে পাপন ও অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

আলোচনা শেষে রাত সাড়ে ১২টার দিকে পাপনের বাসা থেকে বের হয়ে যান সাকিব। ওই আলোচনাতেই বিশ্বকাপের আগে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

নাম না প্রকাশের শর্তে এক বিসিবি কর্মকর্তার বরাত দিয়ে দেশের এক সংবাদমাধ্যম জানায় সাকিব অধিনায়ক থাকতে চায় না। কেননা, অর্ধেক ফিট কোনো খেলোয়াড়কে নিয়ে সে বিশ্বকাপে যেতে চায় না।

উল্লেখ্য যে, নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, তিনি এখনো পুরোপুরি ফিট নন। তাই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় নির্বাচকদের তার এই বিষয়টি বিবেচনায় রাখার কথা জানান বাঁহাতি এই ওপেনার। আর এই কারণেই বিশ্বকাপে সব ম্যাচে খেলতে অপরাগতা জানিয়েছেন তামিম।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর