ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

আজ আসছে পাঁচ কোম্পানির ডিভিডেন্ড

২০২৩ সেপ্টেম্বর ২৬ ০৬:৩৯:২২
আজ আসছে পাঁচ কোম্পানির ডিভিডেন্ড

নাহী অ্যালুমিনিয়াম

কোম্পানিটির বোর্ড সভা বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে। সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) নাহী অ্যালুমিনিয়ামের ইপিএস হয়েছে ৪৭ পয়সা।

বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট

কোম্পানিটির বোর্ড সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে। সর্বশেষ সমাপ্ত ২০২২ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ২৬ পয়সা।

বিবিএস

কোম্পানিটির বোর্ড সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে। সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) বিবিএসের ইপিএস হয়েছে ১ পয়সা।

ইজেনারেশন

ইজেনারেশন লিমিটেডের বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইজেনারেশনের ইপিএস হয়েছে ১ টাকা ২১ পয়সা।

এপেক্স ফুটওয়্যার

কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। সভায় সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ১৯ পয়সা।

মার্কেট আওয়ার/মিজান

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর