ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ভিসা নিষেধাজ্ঞার খবরে শেয়ারবাজারে বড় পতন

২০২৩ সেপ্টেম্বর ২৪ ১৬:১৬:৩৭
ভিসা নিষেধাজ্ঞার খবরে শেয়ারবাজারে বড় পতন

বাজার সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার খবরে শেয়ারবাজারে এমন বড় পতন হয়েছে। যে কারণে আজ শেয়ার ক্রয়ের চেয়ে বিক্রি করতেই বেশি আগ্রহ দেখিয়েছে বিনিয়োগকারীরা। এতে করে বাড়তি চাপ তৈরি হয় শেয়ারবাজারে। যার ফলে ঘুরে দাঁড়ানোর পরিবর্তে বড় পতন হয়েছে শেয়ারবাজারে। বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারে এই চাপ সাময়িক। দুই-এক দিনের মধ্যে তা ঠিক হয়ে যাবে।

এদিন বাজারের সব সূচক কমেছে। কমেছে টাকার পরিমাণে লেনদেনও। আর যে পরিমাণ কোম্পানির শেয়ার দর বেড়েছে তার চেয়ে ১২ গুণের বেশি দর কমেছে।

আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮০.৯৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫৮.৬৭ পয়েন্টে এবং দুইহাজার ১৩৬.৮৫ পয়েন্টে।

ডিএসইতে ৩১০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২টির বা ৩.৮৭ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৪৮টির বা ৪৭.৭৪ শতাংশের এবং ১৫০টির বা ৪৮.৩৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৫০০ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৩৪ কোটি ৬১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৩৫ কোটি ৩৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ৬৮.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৫.৪৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৪১.৫০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৮.৩৩ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ২.৬৪ পয়েন্ট এবং সিএসআই ২.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১১৭.০৩ পয়েন্টে, ১৩ হাজার ৩৬০.২৪ পয়েন্টে, একহাজার ৩০৫.৫৯ পয়েন্টে এবং একহাজার ১৬৮.৭৪ পয়েন্টে।

এদিন সিএসইতে ১৪৩টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩টির, কমেছে ৮০টির আর অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের। এদিন সিএসইতে ৮ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর