ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

দুলামিয়া কটনের কারখানায়ও প্রবেশ করতে পারেনি ডিএসই

২০২৩ সেপ্টেম্বর ২৪ ১৫:২৬:২১
দুলামিয়া কটনের কারখানায়ও প্রবেশ করতে পারেনি ডিএসই

আজ রোববার (ডিএসই) বিনিয়োগকারীদের এই তথ্য জানিয়েছে ডিএসই।

এর আগে নর্দার্ন জুটের কারখানাও বন্ধ থাকার কারণে ডিএসইর একটি পরিদর্শক দল ওই কারখানায় প্রবেশ করতে পারেনি। গত ০৫ সেপ্টেম্বর ডিএসই ওই তথ্য জানিয়েছে।

ডিএসই জানিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর ডিএসইর একটি পরিদর্শক দল দুলামিয়া কটনের বর্তমান কার্যক্রম দেখার জন্য কোম্পানির কারখানা পরিদর্শনে যায়। কিন্তু কোম্পানিটির কারখানাটি সম্পূর্ণ বন্ধ এবং সিল করা অবস্থায় থাকায় কারখানার ভিতরে প্রবেশ করতে পারেনি পরিদর্শক দলটি।

শেয়ারবাজারের বেঁধে দেওয়া নিয়ম প্রতিপালন, কারসাজি, উৎপাদনসহ বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখতে তালিকাভুক্ত ১৪ কোম্পানি পরিদর্শনের সিদ্ধান্ত নেয় ডিএসই। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইর এই সিদ্ধান্তে অনুমোদন দেয়।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর