ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

‘বি’ ক্যাটাগরির চার কোম্পানির সর্বোচ্চ রিটার্ন

২০২২ নভেম্বর ২৫ ১১:৪৬:৩১
‘বি’ ক্যাটাগরির চার কোম্পানির সর্বোচ্চ রিটার্ন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির মধ্যে রয়েছে এডভেন্ট ফার্মা, এএফসি এ্রগ্রো, ওয়ান ব্যাংক ও পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স।

এডভেন্ট ফার্মা

গেল সপ্তাহে সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে এডভেন্ট ফার্মা। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২২ টাকা ৬০ পয়সা। এটি ছিল কোম্পানিটির ফ্লোর প্রাইস। যা সপ্তাহশেষে লেনদেন হয়েছে ২৬ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪ টাকা বা ১৭.৭০ শতাংশ।

এএফসি এ্রগ্রো

সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৩ টাকা ৫০ পয়সা। এটি ছিল কোম্পানিটির ফ্লোর প্রাইস। যা সপ্তাহশেষে লেনদেন হয়েছে ২৪ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯০ পয়সা বা ৩.৮৩ শতাংশ। শেয়ারটির দর সর্বশেষ বৃহস্পতিবার ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন হয়েছে।

ওয়ান ব্যাংক

সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা। যা সপ্তাহশেষে লেনদেন হয়েছে ১১ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ পয়সা বা ০.৯১ শতাংশ। শেয়ারটির দর আগেরদিন বুধবার ১১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছিল। এর ফ্লোর প্রাইস ১০ টাকা ৬০ পয়সা।

পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স

সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৭ টাকা ৪০ পয়সা। সপ্তাহশেষে লেনদেন হয়েছে ৫৭ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে মাত্র ১০ পয়সা বা ০.১৭ শতাংশ। আগের সপ্তাহে শেয়ারটি ৬০ টাকার ওপরে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বিদায়ী সপ্তাহে তালিকাভুক্ত ৩৯৯টি কোম্পানির মধ্যে মাত্র ২৩টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭৫টির। পতনের সপ্তাহে কোম্পানি চারটির দর খুব বেশি না বাড়লেও পতন হয়নি-এটাই কোম্পানি ৪টির বিনিয়োগকারীদের ন্যুনতম সান্তনা।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর