ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্বে প্রথমবারের মত পানির নিচে তৈরি হচ্ছে মসজিদ

২০২৩ সেপ্টেম্বর ২৪ ১০:৫০:০১
বিশ্বে প্রথমবারের মত পানির নিচে তৈরি হচ্ছে মসজিদ

ধর্মীয় পর্যটন প্রকল্প সম্পর্কে এক ব্রিফিংয়ে এ মসজিদ নির্মাণ পরিকল্পনার ঘোষণা দেয় দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ।

কর্তৃপক্ষ প্রস্তাবিত মসজিদের বেশ কিছু ছবি খালিজ টাইমসের সাথে শেয়ার করেছে। মসজিদটি তিন তলা বিশিষ্ট হবে। এর দুটি অংশ থাকবে। একটা পানির উপরে আর একটা পানির নিচে। জলের উপর বসার এবং একটি ক্যাফে থাকবে। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আসনের ব্যবস্থা করা হবে। আর পানির নিচের অংশে নামাজের ব্যবস্থা থাকবে। ৫০ এবং ৭৫ জন মুসল্লি প্রতি ওয়াক্তে নামাজ পড়তে পারবেন। এছাড়া পানির নিচেই থাকবে অজু ও ওয়াশরুমের ব্যবস্থা।

ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগের এক কর্মকর্তা আহমেদ আল মনসুরি খালিজ টাইমসকে জানিয়েছেন, শিগগির-ই এ মসজিদ নির্মাণের কাজ শুরু হবে।

আহমেদ আল মনসুরি বলেন, মসজিদটির ঠিক কোথায় নির্মাণ করা হবে, তা এখনো জানানো হয়নি। তবে এটি সমুদ্র উপকূলীয় এলাকার কাছাকাছি নির্মাণ করা হবে। মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত একটি সেতুর মাধ্যমে সেখানে মুসল্লিরা যেতে পারবেন।

তিনি আরো জানান, সব ধর্মের মানুষই এই মসজিদ পরিদর্শন করতে পারবেন। তবে তাদের অবশ্যই শালিন ও ইসলামী রীতিনীতি মেনে চলতে হবে। সূত্র : অ্যারাবিয়ান বিজনেজ ও অন্যান্য

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর