ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

যে কারণে ভারতের ‘প্রেসিডেন্সিয়াল সুইট’ নেননি ট্রুডো

২০২৩ সেপ্টেম্বর ২৩ ১১:০৮:৫৭
যে কারণে ভারতের ‘প্রেসিডেন্সিয়াল সুইট’ নেননি ট্রুডো

কানাডা প্রশাসনের এই সিদ্ধান্ত সামনে আসার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। তাহলে প্রশ্ন হল, ট্রুডো কি ভারতীয় নিরাপত্তা সংস্থার ওপর ভরসা রাখতে পারতেন না? খবরের ভেতরের খবর ভিন্ন গল্প বলে।

জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসে কানাডার প্রধানমন্ত্রীর দিল্লির ললিত হোটেলে থাকার কথা ছিল। সেখানে কেন্দ্রীয় সরকার সফররত রাষ্ট্রপ্রধানদের জন্য একটি বিশেষ ‘প্রেসিডেন্সিয়াল সুইট’-এর ব্যবস্থা করা হয়েছিলো। কিন্তু কানাডার প্রতিনিধি দল ওই কক্ষে থাকতে রাজি হয়নি।

পরিবর্তে তারা হোটেলের কমনরুমে থাকতেন। এদিকে খরচ কমাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কানাডা প্রশাসন। যদিও ভারত দাবি করেছে, তারা এ ধরনের কোনো তথ্য অবগত ছিল না। তাহলে কি ‘প্রেসিডেন্সিয়াল সুইট’-এর দায়িত্বে থাকা ভারতীয় সংস্থার উপস্থিতির কারণে কানাডার প্রধানমন্ত্রী ওই কক্ষে থাকতেন? ভারত ও কানাডার মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার মধ্যে বারবার প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, হরদীপ সিং নিজ্জরের হত্যা প্রসঙ্গে খলিস্তানিদের দাবিতে সায় দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবারই (১৮ সেপ্টেম্বর) ট্রুডো জানিয়েছিলেন, কানাডার নাগরিক খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের নেপথ্যে ভারতীয়দের হাত থাকতে পারে বলেই তদন্তকারীদের অনুমান। সে দেশের খালিস্তানিদের অভিযোগে কার্যত সত্যতা দিয়ে কানাডায় নিযুক্ত এক উচ্চপদস্থ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে ট্রুডোর মন্ত্রিসভা।

এ নিয়ে ভারত-কানাডার টানাপোড়েন শুরু হয়েছে। সেই সংঘাতের বীজ কি জি-২০ সম্মেলমেই বোন হয়ে গিয়েছিল, উঠছে প্রশ্ন। সূত্র : সংবাদ প্রতিদিন

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর