ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সী পার্লের শেয়ার ছাড়ছে বেঙ্গল ভ্যাকেশন ক্লাব

২০২২ নভেম্বর ২৫ ০৭:১৯:১৬
সী পার্লের শেয়ার ছাড়ছে বেঙ্গল ভ্যাকেশন ক্লাব

বেঙ্গল ভ্যাকেশন ক্লাবের পরিচালক পরিচালক লুসি আক্তারী মহল, মো. এনামুল হক ও মো. একরামুল হক সী পার্ল বিচ রিসোর্টেরও পরিচালক।

এর আগে গত ২৩ অক্টোবর ডিএসইর মাধ্যমে সী পার্ল বিচের ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দেয় বেঙ্গল ভ্যাকেশন ক্লাব। ঘোষণা অনুসারে ১৭ নভেম্বরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনেছে কোম্পানিটি।

২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সী পার্ল বিচ রিসোর্টের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১২০ কোটি ৭৫ লাখ টাকা। বিপরীতে রিজার্ভে রয়েছে ৭ কোটি ৬১ লাখ টাকা।

৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাক ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬১ পয়সা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪৬.৮৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭.৫৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৫.৫৯ শতাংশ শেয়ার রয়েছে।

গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দর ছিল ৩৯ টাকা এবং সর্বোচ্চ দর উঠেছে ১৯৫ টাকা। চলতি নভেম্বর মাসে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দরে উঠেছে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর