ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়!

২০২৩ সেপ্টেম্বর ২১ ১৯:০৮:১২
এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়!

পুরো ম্যাচে ভারতের সঙ্গে দারুণ লড়েছে বাংলাদেশ দল। তবে ৮২ মিনিটের শেষে পেনাল্টির জন্য বাঁশি বাজান ফিলিপাইনের রেফারি। এই একটি সিদ্ধান্তে ম্যাচের ভাগ্য ঘুরে যায় ভারতের দিকে। ডি-বক্সের মধ্যে বলের নিয়ন্ত্রণ নেন ভারতীয় ফরোয়ার্ড। সেই সময়ে বাধা দেন বাংলাদেশ দলের অধিনায়ক রহমত। এতেই ভারতের পক্ষে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।

কোনো রকম ভুল ছাড়াই বল জালে জড়ান ভারতের অভিজ্ঞ ফুটবলার সুনীল ছেত্রী। লাল-সবুজরা সঙ্গে সঙ্গে পেনাল্টি নিয়ে আপত্তি জানালেও সিদ্ধান্তে অনড় থাকেন রেফারি।

দারুণ সব সেভ করেন বাংলাদেশের গোলকিপার মিতুল মারমা। পুরো ম্যাচজুড়ে ৬টি সেভ করেছেন তিনি। প্রথমার্ধে ভালোই লড়েছিল বাংলাদেশ। চার মিনিটেই ইসা ফয়সালের পাস থেকে বল পান ফাহিম। ভারতীয় ডিফেন্ডার ক্লিয়ার করে দেন। দ্বিতীয়ার্ধে জনি গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছেন। ৭২ মিনিটে বক্সের সামনে গোলকিপারকে একা বল পেয়েও গোল করতে করতে পারেননি। আগের ম্যাচে মিয়ানমারের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর