ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সিএসই’র পরিচালক হলেন নাসির উদ্দিন চৌধুরী

২০২২ নভেম্বর ২৪ ২০:০৯:২৭
সিএসই’র পরিচালক হলেন নাসির উদ্দিন চৌধুরী

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন।

নাসির উদ্দিন চৌধুরী ক্যাপিটাল মার্কেট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, লিজিং ও ভেঞ্চার ক্যাপিটাল ইন্ডাস্ট্রিতে ২৮ বছর যাবত কাজ করছেন।

নাসির উদ্দিন চৌধুরী মাইডাস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের প্রথম ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি বিডিভেঞ্চার লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়া তিনি বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।

ইসলমা/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর