ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিএসসির পরিচালনা পর্ষদে বসছে বেক্সিমকো

২০২২ নভেম্বর ২৪ ১৮:৩৭:৩৮
বিএসসির পরিচালনা পর্ষদে বসছে বেক্সিমকো

বেক্সিমকোর আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসসির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে কোম্পানিটি।

বিএসইসি জানায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদে বেক্সিমকোর মোস্তফা জামানুল বাহারকে সদস্য হিসাবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) মোস্তফা জামানুল বাহার মনোনীত সদস্য হিসাবে নিয়োগের প্রস্তাব উত্থাপন করা হবে। তবে এজন্য বেক্সিমকোকে বিএসইসির ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৮০ পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২ টাকা ৫২ পয়সায়।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর