দুই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের ক্ষতি ৫৫ কোটি টাকা

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্তে এই তথ্য উঠে এসেছে।
এই অনিয়মের ঘটনায় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং এর প্রধান নির্বাহী ও অন্যান্য কর্মকর্তার পাশাপাশি ফান্ড দুটির ট্রাস্টি, নিরীক্ষক ও কাস্টডিয়ানের দায় খুঁজে পেয়েছে বিএসইসি।
বিএসইসির তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০১৪-১৫ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত এমটিবি ইউনিট ফান্ড ও অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ডে সংঘটিত অনিয়মের কারণে ইউনিটহোল্ডারদের ৫৫ কোটি ১৬ লাখ টাকা মূলধনি ক্ষতি হয়েছে। এর মধ্যে বেআইনিভাবে এমটিবি ইউনিট ফান্ড থেকে ৩৪ কোটি ৪৪ লাখ ও অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ড থেকে ৮ কোটি ৪৩ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে। দুই ফান্ড মিলিয়ে স্থানান্তর করা অর্থের পরিমাণ ৪২ কোটি ৮৭ লাখ টাকা। তছরুপ করা এই অর্থের বিপরীতে দুই ফান্ডের ১০ কোটি ৩০ লাখ টাকা সুদজনিত ক্ষতি হয়েছে। এর মধ্যে এমটিবি ইউনিট ফান্ডে ৮ কোটি ৬২ লাখ ও অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ডে ১ কোটি ৬৮ লাখ টাকা সুদজনিত ক্ষতি হয়েছে।
এছাড়া, মনগড়া বা কাল্পনিক সম্পদের ভিত্তিতে দুই ফান্ডের নিট সম্পদমূল্য (এনএভি) হিসাব করার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এতে দুই ফান্ড থেকে পরিচালন ব্যয় বাবদ ১ কোটি ৯৯ লাখ টাকা অতিরিক্ত পরিশোধ করা হয়েছে। এর মধ্যে এমটিবি ইউনিট ফান্ড থেকে ১ কোটি ৬২ লাখ ও অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ড থেকে ৩৭ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে দেখা যায়, অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফান্ড দুটির শুরু থেকে এ বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বেআইনিভাবে ১৪০ কোটি ৩৪ লাখ টাকা সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটির বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করেছেন। এর মধ্যে এমটিবি ইউনিট ফান্ড থেকে ১১২ কোটি ও অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ড থেকে ২৮ কোটি ৩৩ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে।
তবে পরবর্তী সময়ে দুই ফান্ডে ৯৭ কোটি ৪৬ লাখ টাকা ফেরত দেয়া হয়েছে। এর মধ্যে এমটিবি ইউনিট ফান্ডে ৭৭ কোটি ৫৬ লাখ ও অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ডে ১৯ কোটি ৯০ লাখ টাকা ফেরত এসেছে। এখনো দুই ফান্ডে ৪২ কোটি ৮৭ লাখ টাকা ফেরত আসা বাকি রয়েছে। এর মধ্যে এমটিবি ইউনিট ফান্ডের ৩৪ কোটি ৪৪ লাখ ও অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ডের ৮ কোটি ৪৪ লাখ টাকা রয়েছে।
বিএসইসির তদন্ত কমিটির প্রশ্নের জবাবে সম্পদ ব্যবস্থাপক জানিয়েছে, দুই ফান্ডের টাকা তাদের কাছে স্থানান্তর করা হয়েছিল এবং পুরো অর্থই মোহাম্মদ সাজিদ কটন মিলস লিমিটেড ও সায়মা সামিরা টেক্সটাইলস মিলস লিমিটেডে বিনিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, এ দুটি কোম্পানি সাদ মুসা গ্রুপের অন্তর্ভুক্ত।
বিএসইসির পর্যবেক্ষণে সম্পদ ব্যবস্থাপক অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট বেশকিছু আইন ও বিধিবিধান লঙ্ঘন করেছে। সম্পদ ব্যবস্থাপক ইউনিটহোল্ডারদের অর্থ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। বিধিমালা লঙ্ঘন করে প্রতিষ্ঠানটি দুই মিউচুয়াল ফান্ড থেকে বড় অংকের অর্থ বের করে নিয়েছে এবং ব্যক্তিস্বার্থে তা পাচার করেছে।
সম্পদ ব্যবস্থাপক ট্রাস্টি ও কাস্টডিয়ানের কাছে ফান্ডের ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেনের নির্ভরযোগ্য তথ্য দিতে ব্যর্থ হয়েছে। অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট ধারাবাহিকভাবে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে আর্থিক বিবরণী তৈরি ও প্রকাশ করেছে। মিউচুয়াল ফান্ড বিধিমালা ও আন্তর্জাতিক হিসাবমান অনুসরণ করে প্রান্তিক প্রতিবেদন তৈরি করতে ব্যর্থ হয়েছে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটি। নয় হিসাব বছর ধরে সম্পদ ব্যবস্থাপক ইউনিটহোল্ডারদের অর্থ বেআইনি উদ্দেশ্যে অপব্যবহার করেছে এবং এতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। সম্পদ ব্যবস্থাপক মিউচুয়াল ফান্ড থেকে কোনো অগ্রিম অর্থ নিতে পারে না কিংবা কোনো বিনিয়োগের জন্য অগ্রিম অর্থ দিতেও পারে না। যদিও ইচ্ছাকৃতভাবে এবং প্রায়ই সম্পদ ব্যবস্থাপক এই ধরনের কাজ করেছে।
এছাড়া প্রতিষ্ঠানটি অজানা উদ্দেশ্যে মিউচুয়াল ফান্ডের অর্থ পাচার করেছে। মিউচুয়াল ফান্ড বিধিমালা অনুসারে বিনিয়োগ থেকে আয় না এলে তার কারণ প্রকাশ করতে হয়। যদিও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটি এ ধরনের কোনো তথ্য প্রকাশ করেনি, বরং ভুল আর্থিক বিবরণীর মাধ্যমে সবাইকে বিভ্রান্ত করেছে।
অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মানি লন্ডারিং আইন ২০১২-এর সেকশন ২(৫) ও সেকশন ৪ অনুসারে অপরাধ করেছেন বলে বিএসইসির প্রতিবেদনে বলা হয়েছে।
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির পর্ষদ ও কর্মকর্তাদের বিষয়ে বিএসইসির প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালনা পর্ষদ তাদের ব্যবস্থাপনাধীন দুই মিউচুয়াল ফান্ডের কার্যক্রম নজরদারি করতে ব্যর্থ হয়েছে। ফলে সম্পদ ব্যবস্থাপক যে অসদাচরণ করেছে তার জন্য এর পর্ষদও দায়ী।
পাশাপাশি অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও), কমপ্লায়েন্স অফিসার ও ইনভেস্টমেন্ট কমিটিও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির বেআইনি কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না বলে মনে করছে বিএসইসি।
অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার আসাদুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘ফান্ডের পুরো অর্থই ফেরত দেয়া হবে এবং বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে। কমিশনের সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে বলে।’
অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত দুই মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) গত বছরের ১৩ নভেম্বর বিএসইসিকে সম্পদ ব্যবস্থাপক কর্তৃক ফান্ড দুটির অর্থ বেআইনিভাবে লেনদেনের বিষয়টি অবহিত করেছিল।
তবে ট্রাস্টির বিষয়ে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ২০১৪-১৫ থেকে ২০২০-২১ পর্যন্ত ইউনিটহোল্ডারদের অর্থের অপব্যবহারের বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছে। সম্পদ ব্যবস্থাপক সিকিউরিটিজ আইন পরিপালনে ব্যর্থ হয়েছে এবং ট্রাস্টিও এজন্য দায় এড়াতে পারে না। সম্পদ ব্যবস্থাপক তার দায়দায়িত্ব সঠিকভাবে পরিপালন করেছে কিনা এ ধরনের কোনো প্রতিবেদন জমা দেয়নি। যদি শুরু থেকেই সম্পদ ব্যবস্থাপকের অনিয়মের বিষয়ে ট্রাস্টি কমিশনকে অবহিত করত তাহলে মূলধনের ক্ষয় হতো না।
ফান্ড দুটির কাস্টডিয়ানের দায়িত্বে ছিল ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্যাংকটি দুই মিউচুয়াল ফান্ড থেকে বেআইনি নগদ অর্থ স্থানান্তরের বিষয়টি নজরদারি করতে ব্যর্থ হয়েছে বলে কমিশনের তদন্তে উঠে এসেছে।
২০১৪-১৫ থেকে ২০২১-২২ সময়ে মিউচুয়াল ফান্ড দুটির নিরীক্ষার দায়িত্বে ছিল একনাবিন, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি, আজিজ হালিম খায়ের চৌধুরী ও এসএফ আহমেদ অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। এ সময়ে নিরীক্ষকেরা মিউচুয়াল ফান্ড থেকে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটির বেআইনি অর্থ স্থানান্তরের বিষয়টি শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন।
ফান্ডের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ডিসকোয়ালিফায়েড মন্তব্য করার মাধ্যমে নিরীক্ষকেরা নিরীক্ষার ক্ষেত্রে ফৌজদারি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ফান্ডের সম্পদের তথ্য যথাযথভাবে যাচাই করা হলে সম্পদ ব্যবস্থাপকের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি আরো আগেই চিহ্নিত করা সম্ভব হতো এবং সে অনুসারে সংশোধনমূলক ব্যবস্থা নেয়া যেত। কিন্তু এক্ষেত্রে নিরীক্ষকেরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
বিএসইসির তদন্ত প্রতিবেদনে বেশকিছু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি অ্যালায়েন্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের নিবন্ধন বাতিল করার পাশাপাশি দুই ফান্ডের আর্থিক প্রতিবেদন স্বতন্ত্র নিরীক্ষা করার পর অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর করার সুপারিশ করা হয়েছে।
সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার আসাদুল ইসলাম, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ, শীর্ষ কর্মকর্তাসহ অন্যান্য সম্পর্কিত পক্ষ যারা দুই মিউচুয়াল ফান্ডের অর্থ পাচার ও আর্থিক অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।
অনিয়মের মাধ্যমে পাচার করা অর্থও ইউনিটহোল্ডারদের যে পরিমাণ মূলধনি ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারে কমিশন আইনি উদ্যোগ নিতে পারে। দায়িত্বে ব্যর্থতার কারণে ট্রাস্টি ও কাস্টডিয়ান প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ট্রাস্টি ও কাস্টডিয়ান ফি ফেরত দেয়ার সুপারিশ করা হয়েছে। ফান্ডের নিরীক্ষকদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বিএসইসির তদন্ত কমিটি।
মার্কেট আওয়ার/মামুন
পাঠকের মতামত:
- মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি
- নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে নানাকে খুঁজে পেলেন অভিনেত্রী
- আগামী ৩ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস
- ২০ ফেব্রুয়ারি নাহিদের পদত্যাগ: ২৪ ফেব্রুয়ারি দল ঘোষণা
- জাহিন স্পিনিংয়ের বোর্ড সভার তারিখ ঘোষণা
- ক্রেডিট রেটিং সম্পন্ন
- সূচকের উত্থানে চলছে লেনদেন
- ২ ঘণ্টায় শেয়ারদর বেড়েছে ২২৪ কোম্পানির
- শুরুতেই ৩ কোম্পানির শেয়ারে চমক
- দলে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন তথ্য উপদেষ্টা
- ২০২৪-এ খেলাপি ঋণ রেকর্ড ছাড়িয়ে ২০ হাজার কোটি টাকায় পৌঁছাল!
- সামিট পাওয়ারের ক্যাশডিভিডেন্ড ঘোষণা
- ফের বাড়ানো হলো স্বর্ণের দাম, ইতিহাসে সর্বোচ্চ
- বাংলাদেশের ইন্টারনেট ভবিষ্যৎ বিপন্ন
- চার জেলার এসপি প্রত্যাহার
- ১৮ফেব্রুয়ারি বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট
- খালেদা জিয়ার দেশে ফেরার সময় জানা গেল
- আইএমএফ-এর চতুর্থ কিস্তির অর্থ ছাড়ে বিলম্ব: অর্থ উপদেষ্টা
- বিএসসি’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রবির লভ্যাংশ ঘোষণা
- দ্বিতীয় কর্মদিবসে ৫ কোম্পানির শেয়ারে ঝলক
- কৃষিবিদ ফিডের বারবার আইন লঙ্ঘন: বিনিয়োগকারীরা ক্ষুব্ধ
- বিএসইসির নতুন মুখপাত্র নিয়োগ
- ১৭ ফেব্রুয়ারী টাকার পরিমানে টপ ২০ শেয়ার
- আগামীকাল লেনদেনে ফিরবে এক কোম্পানি
- ২ কোম্পানির লেনদেন বন্ধ মঙ্গলবার
- ‘আমি কারাগারে থাকলেও বিয়ের অনুষ্ঠান যেন করে ফেলে’
- উপদেষ্টা আমার চাচি নন: ডা. তাসনিম জারা
- ব্যবসা সম্প্রসারণ করছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ‘আমি লাউ, কদু দুটিরই বিপক্ষে’: হাসানুল হক ইনু
- খুলনা প্রিন্টিং এবং এসআলম স্টিলের রমরমা লেনদেন
- শেয়ারহোল্ডারদের টাকা নিয়ে শেফার্ড ইন্ডাস্ট্রিজে বড় অনিয়ম
- লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানাল গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড
- বেক্সিমকো শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারী উদ্যোগ
- শেয়ারবাজারে মার্জিন ঋণের ফাঁদ: বিপদে লাখো বিনিয়োগকারী, আসছে কঠোর ব্যবস্থা
- গ্রামীণফোনের বিনিয়োগকারীদের জন্য বিশাল সুখবর
- রেসের ১০টি মিউচুয়াল ফান্ডের ইউনিট ব্লক মার্কেট ট্রানজাকশনে বাধা নেই
- হঠাৎ বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় রবির শেয়ার
- শিবলী রুবাইয়াতের জামিন আবেদন নামঞ্জুর
- ৫ খাতের বিনিয়োগকারীদের সর্বোচ্চ মুনাফা
- আইসিবি তিন হাজার কোটি টাকা পেল ৪ শতাংশ সুদে
- শেখ হাসিনার আরেকটি অডিও ফাঁস
- জাতীয় পার্টির সঙ্গে খেলতে আসলে পিঠে চামড়া থাকবে না
- মূলধন ফিরেছে সাড়ে ১৫ হাজার কোটি টাকা
- ১৯ খাতে শেয়ার দাম বেড়েছে
- ট্রাম্প জয়ের খবরে ঊর্ধ্বমুখী বিশ্ব শেয়ারবাজার
- এসআইবিএল ব্যাংকে ৫৮৯ জনের চাকরিচ্যুতি
- পদত্যাগ করেছেন দুদক চেয়ারম্যান এবং দুই কমিশনার
- অবশেষে উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজর
- পদ্মা ব্যাংকের ঋণ খেলাপি জুলহাস গ্রেপ্তার