ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত

২০২২ নভেম্বর ২৪ ১৮:২৫:৩৪
প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত

কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বর জাপান সফর করার কথা থাকলেও কিছু প্রস্তুতির জন্য পিছিয়ে যাচ্ছে এই সফর।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, ডিপ্লোম্যাসিতে অনেক কিছু থাকে, সুবিধা-অসুবিধা থাকে, যে কারণে শেষ মুহূর্তেও পরিবর্তন হয়।

তিনি বলেন, ‘এই সফরটি শিগগিরই হবে, তবে নতুন তারিখ একটি হবে। একটি তারিখ হয়তো আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনেছেন, সে তারিখে বর্তমান পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে না। তবে খুব শিগগিরই নতুন তারিখ ঘোষণা হবে। আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দলিল আছে, সমঝোতা স্মারক ও চুক্তি, যেগুলো আমরা আশা করছি প্রধানমন্ত্রী পর্যায়ের সফরে স্বাক্ষর হবে।’

হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফররত জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুনশোকে তাকেইর সঙ্গে বৈঠকের পর শাহরিয়ার আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর