ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

একই কোম্পানি বারবার কেন কাজ পায়, জানতে চায় সংসদীয় কমিটি

২০২৩ সেপ্টেম্বর ১৭ ১৯:৪২:৩৩
একই কোম্পানি বারবার কেন কাজ পায়, জানতে চায় সংসদীয় কমিটি

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই ব্যাখ্যা চাওয়া হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই ঠিকাদারি প্রতিষ্ঠান কীভাবে বারবার টেন্ডারের কাজ পেয়ে থাকে তার রহস্য উদঘাটনের লক্ষ্যে একটি তদন্ত প্রতিবেদন আগামী সভায় উপস্থাপনে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

বৈঠকে সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে প্রক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজসমূহের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে মতিঝিল বিআরটিসি ডিপো সংলগ্ন জায়গার লিজ গ্রহণকারী রেহানা বেগম এবং রুবেলের কাছ হতে বকেয়া পাওনা টাকা আদায়সহ তাদেরকে উচ্ছেদের সুপারিশ করা হয়।

বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, জনৈক রেহানা বেগম ৯০ সালের দিকে বিআরটিসি ডিপো সংলগ্ন ৫০০ বর্গফুট জায়গা লিজ নিয়েছে। ওই লিজগ্রহীতা মারা গেলেও তাকে জীবিত দেখিয়ে তার নামে বরাদ্দ বহাল রাখা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য মো. আবু জাহির, মো. ছলিম উদ্দীন তরফদার, সেখ সালাহউদ্দিন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান অংশগ্রহণ করেন।

মার্কেট আওয়ার/মিজান

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর