ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

দেশের পাসপোর্ট পোড়ানো নেতাকে আওয়ামী লীগ থেকে বহিস্কার

২০২৩ সেপ্টেম্বর ১৭ ১৯:১৫:০২
দেশের পাসপোর্ট পোড়ানো নেতাকে আওয়ামী লীগ থেকে বহিস্কার

এই ঘটনায় আজ রোববার জরুরি বৈঠক করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা। বৈঠকে আদম তামিজী হককে বহিষ্কারের বিষয়ে একমত হন তারা।

এর আগে গত শনিবার থেকে ফেসবুকে ভাইরাল হয় লন্ডনে অবস্থানরত আদম তামিজী হকের ওই ভিডিওটি।

সেখানে তিনি বলেন, ‘আওয়ামী লীগের একজন নেতা ছিলাম আমি। আওয়ামী লীগ আমার ১ হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আমাকে দেশ ছাড়া করেছে। আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর চেষ্টা করছে। যার কারণে আমি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলাম। এ দেশের নাগরিকত্ব আর চাচ্ছি না। কারণ, এ দেশের নাগরিক হওয়ার যোগ্যতা আমার নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন। তিনি দেশে ফিরলেই আদম তামিজী হককে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ভিডিওটি আমাদেরকে যথেষ্ট বিব্রত করেছে। তিনি (আদম তমিজী হক) শুধু দলীয় বিষয়ে বলছে সেটা না, তিনি বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়েছেন—এটা রাষ্ট্রদ্রোহীতার শামিল। সে কারণে আমরা তাকে বহিষ্কারের সুপারিশ করব।’

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর